নৌকার পক্ষে খুলনায় সাংবাদিকদের গন সংযোগ
মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার:
আসন্ন কেসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এর পক্ষে স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটির নেতৃবৃন্দ আজ শনিবার (১০ জুন) বেলা ১১টায় নগরীতে গণসংযোগ ও সংক্ষিপ্ত পথসভা করেন।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্মার্ট উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকার পক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী খুলনার সাংবাদিকদের দৃঢ় অবস্থান। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক একজন দক্ষ, সৎ, যোগ্য, নিরেট পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাই আসুন খুলনা মহানগরীতে যে উন্নয়ন ধারা সূচিত হয়েছে তা এগিয়ে নিতে আমরা নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করি।
খুলনা প্রেস ক্লাব চত্বর থেকে গণসংযোগ শুরু করে নগরীর আর্য ধর্মসভা মন্দির, জলিল টাওয়ার, পিকচার প্যালেস মোড়, থানার মোড়, পিসি রায় রোড ও কেডি ঘোষ রোড এলাকায় কর্মসূচি চলাকালে তালুকদার আব্দুল খালেকের পক্ষে স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটির লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটির সদস্য সচিব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটিরন সভাপতি মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ফটো জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, খুলনার অর্থনীতি সম্পাদক শেখ মোঃ সেলিম, দৈনিক তথ্য সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তুহিন, খুলনা প্রেস ক্লাবের সদস্য ওয়াহেদ-উজ-জামান বুলু, সুনীল দাস, দেবব্রত রায়, খুলনা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য আল মাহমুদ প্রিন্স, রিতা রানী দাস, খন্দকার কবিরুজ্জামান বাপ্পী, সাগর সরকার, সোহেল রানা, সাংবাদিক কলিন হোসেন আরজু, রিংটন মন্ডল, আমিরুল ইসলাম বাবু, শহিদুল হাসান, মোঃ মিজানুর রহমান,শামিম, মামুন, মাহফুজুল আলম সুমন, মোঃ শোভন প্রমুখ উপস্থিত ছিলেন।
নবদূত / ১১-৬-২৩