Friday, November 22, 2024
Homeসারাদেশযশোরের অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

যশোরের অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

মোঃএনামুল হক, অভয়নগর (যশোর) উপজেলা প্রতিনিধি:
আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে মহাসড়কসহ অন্যান্য সড়কে দিনের বেলা ট্রাক থেকে লোড-আনলোড করা যাবে না, পশুর বর্জ্য যত্রতত্র ফেলা হলে জরিমানা, ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা ও বাল্যবিয়ে রোধে সভা করতে হবে, বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ, মৎস্য সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ জুন বৃহস্পতিবার সকালে যশোরের অভয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা থেকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহবায়ক আলী আহমেদ খান বাবু, সহকারী কমিশনার (ভূমি) ও নওয়াপাড়া পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, পৌর কাউন্সিলর মোস্তফা কামাল, শিক্ষক এস এম ফারুক আহমেদ, অভয়নগর থানার প্রতিনিধি এসআই বিমান তরফদার, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, শেখ তৈয়েবুর রহমান, মফিজ উদ্দিন, শেখ আবুল কাশেম, জহুরুল হক, হাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা ইঞ্জিনিয়ার এস এম ইয়াফি, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সমাজসেবা কর্মকর্তা রাজ কুমার পাল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular