Friday, November 22, 2024
Homeঅপরাধবাগেরহাটের কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা

বাগেরহাটের কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা

মোঃআবুহাসান।
বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় আনোয়ার মোল্লা নামের ১ জন নিহত হয়েছে।নিহত ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করতেন।

বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের মাঠরাড়িপরা এলাকার সোহরাফ মোল্লার ছেলে আনোয়ার মোল্লা(৩৭)২ জুলাই রাত ৮ টার দিকে গোয়াল মাঠের দিকে আসতেছিলেন এসময় টচ লাইটের আলো গায়ে মারাকে কেন্দ্র করে চান্দেরকোলা গ্রামের আব্দুল শেখের ছেলে আব্বাস শেখ(৪৫) এর সাথে তর্ক বিতর্ক শুরু হয় এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্বাস শেখ আনোয়ার মোল্লাকে ছুরি দিয়ে আঘাত করে।আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার মোল্লা নিহত হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে রয়েছে।

তবে স্থানীয় কেউ কেউ বলছে,রাস্তা দিয়ে যাওয়ার সময় টচ লাইট মারা কে কেন্দ্র করে দুজনের সাথে তর্ক বিতর্কের একপর্যায়ে আব্বাস শেখ আনোয়ার মোল্লাকে সাইকেল দিয়ে আঘাত করে।এসময় সাইকেলের পেট্রোল গিয়ে আনোয়ার মোল্লার ফুসফুস বরাবর আঘাতে লাগে।আহত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার মোল্লা নিহত হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন,এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত আব্বাস শেখকে গ্রেফতার করে কচুয়া থানায় আটক রাখা হয়েছে।তবে আসামি ছুরিকাঘাতের ঘটনা অস্বীকার করেছে তবে তিনি স্বীকার করেছেন তর্ক বিতর্কের একপর্যায়ে তিনি সাইকেল দিয়ে আনোয়ার মোল্লাকে আঘাত করেছে।ময়নাতদন্ত শেষে এ ঘটনার বিস্তারিত জানা যাবে।

RELATED ARTICLES

Most Popular