Friday, January 24, 2025
Homeজাতীয়সুপ্রিম কোর্টে ইইউ প্রতিনিধি দল : সরকার বিরোধী আইনজীবীদের স্লোগান

সুপ্রিম কোর্টে ইইউ প্রতিনিধি দল : সরকার বিরোধী আইনজীবীদের স্লোগান

ঢাকা : রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সাথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দলের বৈঠক শেষে তাদের চলে যাওয়ার পথে শতাধিক বিএনপিপন্থী আইনজীবী তাদের ঘিরে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (১১ জুলাই) সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুপুর ২টা থেকে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনী আইন নিয়ে এ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

বৈঠক চলাকালে ও বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিক্ষোভে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে চাপ দিতে ইইউ প্রতিনিধি দলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা।

বিক্ষোভে তারা ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর হাসিনা, উই ওয়ান্ট কেয়ারটেকার, উই ওয়ান্ট ফ্রি ফেয়ার ইলেকশন, ডিএসএ ইজ এ ব্ল্যাক ল’ ইত্যাদি স্লোগান দেন।

বেলা ৩টার দিকে বৈঠক শেষে ইইউ প্রতিনিধি দল বের হওয়ার সময় বিএনপিপন্থী আইনজীবীরা তাদের ঘিরে এসব স্লোগান দেন। এছাড়া কাগজে লেখা এসব স্লোগান প্রদর্শন করেন।

এসময় ইইউ প্রতিনিধিরা কিছু না বললেও গাড়িতে বসে মোবাইলে ছবি তুলতে ও ভিডিও করতে দেখা যায়।

বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভে নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, শাহ আহমেদ বাদল, মো: আক্তারুজ্জামান, মোহাম্মদ মাহবুবুর রহমান খান, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মাহফুজুর রহমান মিলন, কে আর খান পাঠান, আব্দুল্লাহ আল মাহবুব, গাজী তৌহিদুল ইসলাম, রোকনুজ্জামান সুজা, মাকসুদ উল্লাহ মু. কাইয়ুম প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular