Sunday, September 15, 2024
Homeঅপরাধঅভিনব কায়দায় গাঁজা পরিবহনকালে মাদক কারবারি আটক

অভিনব কায়দায় গাঁজা পরিবহনকালে মাদক কারবারি আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলের ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় গাঁজা পরিবহনকালে এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

রবিবার শেষ বিকালে শেখ হাসিনা ধরলা সেতুর চেক পোস্টে থাকা পুলিশ চেকিং কালে সাইকেলের ট্যাংকির ভিতর ৪ কেজি গাঁজাসহ কায়ুম মিয়া(১৯) নামের মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক কাইয়ুম মিয়া উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের আলম মিয়ার ছেলে।এ সময় মোটরসাইকেলে পিছনে থাকা সহযোগী সুমন (২৩)মিয়া মোটরসাইকেলের পিছন থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, আটক ওই মাদক কারবারি ও তার সহযোগীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular