Tuesday, September 17, 2024
Homeজাতীয়মঙ্গলবার থেকে ৭ জেলায় কঠোর লকডাউনের ঘোষণা

মঙ্গলবার থেকে ৭ জেলায় কঠোর লকডাউনের ঘোষণা

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে আরও ছয় জেলায় কঠোর লকডাউন ঘোষণা দিয়েছে সরকার।

জেলাগুলো হলো- নারায়ণঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও গোপালগঞ্জ। এসব জেলায় আগামীকাল ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। এছাড়া সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে পণ্যবাহী ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল করতে পারবে।

সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, অন্য কোনো জেলা প্রশাসন চাইলে লকডাউন দিতে পারবে।

RELATED ARTICLES

Most Popular