ঢাকার চারপাশের জেলাগুলোসহ যে সাতটি জেলায় লকডাউন দেওয়া হয়েছে, সেই জেলাগুলোর নৌ চলাচলসহ ঢাকা থেকে সারা দেশের নৌ চলাচল মঙ্গলবার সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া বন্ধ থাকবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা থেকে সব ধরনের যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ করা হয়েছে।
গত কয়েক মাস থেকে দেশে করোনা সংক্রমণ বাড়ছে। প্রথম দিকে সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ বেশি হলেও কিছুদিন ধরে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে ঢাকা–সংলগ্ন জেলা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জের পাশাপাশি রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে মঙ্গলবার থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এসব জেলায় সার্বিক কার্যাবলি ও চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন চলাচল।