Saturday, December 14, 2024
Homeজাতীয়তিন সাংসদসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত

তিন সাংসদসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত

বেআইনী ক্যাসিনো কর্মকাণ্ডে জড়িত থাকা ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলাকালে বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কায় তিন সাংসদসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ জুন ঢাকা মহানগর দায়রা জজ ও মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দিয়েছেন।

বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া তিন সংসদ সদস্য হলেন, জাতীয় সংসদের হুইপ চট্টগ্রাম-১২ আসনের আওয়ামী লীগের এমপি সামশুল হক চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

এছাড়া অন্য তিনজন হলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান সাজ্জাদুল ইসলাম, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুল হাই ও ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ।

RELATED ARTICLES

Most Popular