Thursday, September 19, 2024
Homeজাতীয়সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন

সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে।অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে নিয়োজিত যানবাহন এবং জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।শনিবার এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

শুক্রবার (২৫জুন) সরকারের এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

সোমবার(২৮জুন)থেকে পরবর্তী ৭ দিন পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন পালন করা হবে।এ সময় সব ধরনের সরকারি–বেসরকারি অফিস বন্ধ থাকবে।জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন,আপাতত সাত দিনের জন্য কঠোর এই বিধিনিষেধ পালন করা হবে।প্রয়োজনে লকডাউন সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

RELATED ARTICLES

Most Popular