Thursday, December 26, 2024
Homeরাজনীতিকিশোরগঞ্জ জেলায় ছাত্র অধিকার পরিষদের আলোচনা সভা।

কিশোরগঞ্জ জেলায় ছাত্র অধিকার পরিষদের আলোচনা সভা।

গত ২৫ জুন রোজ শুক্রবার কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ সংলগ্ন পৌরপার্কে উন্মুক্ত যায়গায় অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হযরত আলী অভি চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক তানভির হোসেন।

উক্ত আলোচনা সভায় কিশোরগঞ্জ সদর উপজেলা ও হোসেনপুর উপজেলার নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। আজকের আলোচনা সভার উদ্দেশ্য ও বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান বলেন, করোনার ভয়াবহ সংকটকালে অসহায় মানুষদের পাশে আমরা কিভাবে দাড়াঁতে পারি ও সচেতনমুলক কি কি পদক্ষেপ গ্রহন করতে পারি কিভাবে বাস্তবায়ন করতে পারি এ সামগ্রিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য সাংগঠনিক মিটিং এর ব্যবস্থা।

জেলা কমিটির দপ্তর সম্পাদক তানভির হোসেন এই নতুন ধারার রাজনীতিতে সাধারন জনগনের সহায়তার আশাবাদ ব্যাক্ত করে আজকের এই আলোচনা সভা সমাপ্তি ঘোষনা করেন।

RELATED ARTICLES

Most Popular