Friday, September 20, 2024
Homeজাতীয়খুব শীগ্রিই যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ ডোজ টিকা আসছে

খুব শীগ্রিই যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ ডোজ টিকা আসছে

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ শিগগিরই ২৫ লাখ ডোজ মডার্না টিকা উপহার হিসেবে পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রবার্ট মিলার। বৈশ্বিক টিকা সরবরাহ কর্মসূচি কোভ্যাক্সের আওতায় এই টিকা আসছে।

শনিবার বিকালে যুক্তরাষ্ট্রের ঢাকার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র সরকারের ঘোষণা অনুযায়ী, কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে করোনাভাইরাসের ৮০ মিলিয়ন ডোজ টিকা পাবে বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ার কয়েকটি দেশ।

কোভ্যাক্স প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে গ্যাভি, ভ্যাকসিন অ্যালায়েন্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ইনোভেশন (সেপি)।

নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য কোভিড ভ্যাকসিনপ্রাপ্তি নিশ্চিতে কাজ করছে কোভ্যাক্স প্রকল্পটি।এই সুবিধার আওতায় বাংলাদেশের ছয় কোটি ৮০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা।তবে এ পর্যন্ত মাত্র একটি চালানে ফাইজারের ১ লাখ ৬ হাজার ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

RELATED ARTICLES

Most Popular