Wednesday, January 29, 2025
Homeখেলাসেমিফাইনালে রক্তক্ষরণ: কোপার ফাইনালে অনিশ্চিত মেসি

সেমিফাইনালে রক্তক্ষরণ: কোপার ফাইনালে অনিশ্চিত মেসি

ক্রীড়া ডেস্ক:

আরও একবার স্বপ্নের খুব কাছাকাছি লিওনেল মেসি। আরও একবার কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা। কোপার ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এবারের প্রতিপক্ষ ব্রাজিল। কিন্তু এ ম্যাচে মেসির থাকাটা এখনো অনিশ্চিত।

সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে সময় পাওয়া চোটের কারণে ১১ জুলাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নাও দেখা যেতে পারে আর্জেন্টিনার অধিনায়ককে।

আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কলম্বিয়ার বিপক্ষে মেসি পা’য়ের গোড়ালি থেকে রক্তক্ষরণ হয়েছে। চোট নিয়েও ম্যাচ শেষ করায় ক্ষত বেড়েছে। ফাইনাল ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে বড় ধরণের শঙ্কা না থাকলেও কিছু শঙ্কা থেকে যায়।

তবে আর্জেন্টিনা টিমের পক্ষ থেকে জানানো হয় পুরোপুরি ফিট মেসিকে পাওয়া যাবে। হালকা চোট থাকলেও মাঠে থাকবেন লিওনেল মেসি।

আগামী রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় ব্রাজিলের বিপক্ষে কোপার ফাইনালের মাঠে নামবে মেসির আর্জেন্টিনা।

RELATED ARTICLES

Most Popular