Friday, September 13, 2024
Homeঅপরাধইউএনওকে স্যার না বলে আপা বলায় ব্যবসায়ীকে মারধর

ইউএনওকে স্যার না বলে আপা বলায় ব্যবসায়ীকে মারধর

নবদূত ডেস্ক:

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লাকে স্যার না বলে আপা বলায় ইউএনও এর নির্দেশে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে পুলিশ এমন  অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর বাজার বাস স্ট্যান্ডে এমনটি ঘটে। আহত ব্যবসায়ী জয়মন্টপ এলাকার গৌর চন্দ্র দাসের ছেলে তপন দাস।

জরিমানা এবং মারধরের কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন, অনেকেই আমাকে আপা এবং খালাম্মাতো বলেই। এর জন্য মারধর করা হয়নি। লকডাউন না মেনে দোকান খোলার অপরাধে তাকে মারধর করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, স্যার না বলে আপা বললেই তাকে মারতে হবে কেন? মারার ঘটনা সত্য।

RELATED ARTICLES

Most Popular