Friday, September 20, 2024
Homeঅপরাধরূপগঞ্জে অগ্নিকাণ্ড: কারখানার মালিকসহ গ্রেফতার ৮

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: কারখানার মালিকসহ গ্রেফতার ৮

বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে কারখানায় গতকাল আগুন লেগেছিল, সেখানে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৫২ জন মারা গেছে বলে বাংলাদেশ ফায়ার সার্ভিস আজ জানিয়েছে।

রূপগঞ্জের জুস কারখানার মালিক এমএ হাশেমসহ আট ব্যক্তিকে আটকের পর একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখায় পুলিশ।

নারায়ণগঞ্জের এসপি জায়েদুল আলম জানিয়েছেন, আটককৃতদের জন্য ১০ দিনের রিমাণ্ডের আবেদন করা হলে ৪দিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

দুপুরে ঘটনাস্থলে গিয়ে আটকের তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রী বলেন, তাদেরকে মূলত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । 

আটককৃতদের মধ্যে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ নামক কারখানাটির স্বত্বাধিকারী এমএ হাশেমও রয়েছেন বলে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম।

RELATED ARTICLES

Most Popular