Thursday, December 26, 2024
Homeখেলাব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল অনলাইনে দেখবেন যেভাবে

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল অনলাইনে দেখবেন যেভাবে

ক্রীড়া ডেস্ক:

রাত পোহালেই শুরু হবে আর্জেন্টিনা-ব্রাজিলের মহারণ। আর্জেন্টিনা-ব্রাজিল উভয়ের জন্যই থাকছে ইতিহাস গড়ার সুযোগ। মেসির দিকে তাকিয়ে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ব্রাজিলিয়ানদের ভরসা নেইমার।

এই খেলার উত্তাপ সম্ভবত বাংলাদেশেই সবচেয়ে বেশি। অপেক্ষা শুধু রাত পোহাবার। এ ম্যাচ দেখা মিস করবেন এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। শনিবার সকাল থেকেই ম্যাচটি কোথায় কখন অনুষ্ঠিত হবে খোঁজ নিচ্ছেন। বাংলাদেশ সময়ে কখন কোন চ্যানেলে দেখানো হবে ফুটবলের এই মহারণ তার খবর নিয়েছেন অনেকে।

বাংলাদেশ সময় রোববার সকাল ৬টায় এস্তাদিও দে মারাকানা স্টেডিয়ামে শুরু হবে এই খেলা। সুখবর হচ্ছে টিভিসেটে সামনে বসার সুযোগ নেই যাদের তারাও দেখতে পারবেন ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ।  

কোপা আমেরিকার এই ফাইনাল কখন, কোথায় হবে ও যেখানে, যেভাবে দেখবেন-

তারিখ- ১১ জুলাই, রোববার। সময়- সকাল ৬টা (বাংলাদেশ সময়)

ভেন্যু- এস্তাদিও দে মারাকানা

টিভিতে দেখবেন যে চ্যানেলে- সনি সিক্স, সনি টেন ২।

অনলাইনে দেখবেন যেভাবে- টফি ও বঙ্গবিডি অ্যাপ। এছাড়াও টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মেও খেলা দেখা যাবে

RELATED ARTICLES

Most Popular