Wednesday, December 25, 2024
Homeবিনোদনমেসির খেলা দেখার জন্য সারারাত ঘুমাবেন না পূজা চেরি

মেসির খেলা দেখার জন্য সারারাত ঘুমাবেন না পূজা চেরি

ক্রীড়া ডেস্ক:

মেসির পায়ের জাদুতে মুগ্ধ সারাবিশ্বের ফুটবলপ্রেমীরা। অনেকেই আবার তার অন্ধভক্ত। হালের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির প্রথম পছন্দ মেসি। আর্জেন্টিনার খেলা মিস করেন না তিনি। বিশেষ করে পূজার প্রিয় খেলোয়াড় মেসি থাকলে তো কথা নেই।

রাত পোহালেই আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ।
এ নিয়ে ভক্তদের মধ্যে এখন তুমুল উত্তেজনা বিরাজ করছে। সেই উত্তেজনা পূজাকেও স্পর্শ করেছে। এবারের কোপা আমেরিকা আসরে পূজার প্রিয় দল আর্জেন্টিনা ফাইনালে উঠায় উচ্ছ্বসিত পূজা। শুটিংয়ের কোন শিডিউল না থাকায় বাবা-মাকে সঙ্গে নিয়ে বাসায় বসে ফাইনাল খেলা দেখবেন তিনি।

মেসি ও আর্জেন্টিনার বিষয়ে গণমাধ্যমে পূজা বলেন, আমি এবার আশাবাদি। মেসি তার জাদুতে ব্রাজিলকে হারিয়ে কাপ জিতবে। মেসি ও আর্জেন্টিনার জন্য শুভ কামনা এবং অগ্রীম অভিনন্দন।

সারারাত জাগবেন উল্লেখ করে তিনি বলেন, ‘ফাইনাল খেলা দেখা যাতে মিস না হয়, এ কারণে সারারাত ঘুমাবো না। ঘুমালে যদি ভোরে উঠতে না পারি! তাই খেলা শেষ করে তারপরই ঘুমাতে যাব।

আগামীকাল রোববার (১১ জুলাই) কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলের সাথে।

RELATED ARTICLES

Most Popular