Tuesday, December 24, 2024
Homeশিক্ষাজবির ফাইনাল পরীক্ষা স্থগিত

জবির ফাইনাল পরীক্ষা স্থগিত

ক্যাম্পাস প্রতিবেদক:

দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় এবং সরকারের কঠোর বিধি-নিষেধ থাকায় আগামী ১০ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

তিনি বলেন, করোনা পরিস্থিতির অবনতির কারণে আগামী ১০ আগস্ট থেকে সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল তা স্থগিত করা হয়েছে। পড়ে চার সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার নতুন তারিখ জানানো হবে। এখন করোনার যে অবস্থা এর মধ্যে শিক্ষার্থীদের ঢাকায় এনে পরীক্ষা নেয়া সম্ভব না। তাই এমন সিদ্ধান্ত।

RELATED ARTICLES

Most Popular