Friday, September 20, 2024
Homeসারাদেশখুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৫৮৮ জনের।

মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য খুলনার ১৪ জন, বাগেরহাটের একজন, যশোরের ১০ জন, নড়াইলের তিনজন, ঝিনাইদহের পাঁচজন, কুষ্টিয়ার ৯ জন ও চুয়াডাঙ্গার দুজন ও মেহেরপুরের তিনজন মারা গেছেন।

এর আগে গত শুক্রবার বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

RELATED ARTICLES

Most Popular