Thursday, December 26, 2024
Homeজাতীয়শিল্প কারখানা খোলা রাখার দাবি বিজিএমইএ’র

শিল্প কারখানা খোলা রাখার দাবি বিজিএমইএ’র

নিজস্ব প্রতিবেদক:

ঈদের পর সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে শিল্প কারখানা খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

সাক্ষাৎ শেষে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা শিল্প কারখানা খোলা রাখার দাবি জানিয়েছি। মন্ত্রিপরিষদ সচিব আমাদের জানিয়েছেন আগামী পরশু তারা বিষয়টি নিয়ে বৈঠক করবেন। ওই বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

এর আগে এক প্রজ্ঞাপনে ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পূনরায় বিধিনিষেধ কার্যকর করে সরকার এবং এ সময় শিল্প কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

RELATED ARTICLES

Most Popular