Friday, December 27, 2024
Homeশিক্ষাঙ্গনবন্ধ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা ঢাবির

বন্ধ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা ঢাবির

ক্যাম্পাস প্রতিবেদক:

পবিত্র ঈদুল আযহা এবং ঈদ পরবর্তী সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিসসমূহ আগামী ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকব। এ সময় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ মার্চ)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ১৮ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে। একই সাথে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সরকারি বিধিনিষেধ পূনরায় কার্যকর হবে বিধায় এ সময়ও বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য অনুরোধ করা হচ্ছে। তবে পানি, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো জরুরি পরিষেবা ও জরুরি ব্যবস্থাপনা বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। অধিকাংশ কার্যাবলী অনলাইনে সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত নন—বিশ্ববিদ্যালয়ের এমন সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে এবং কেউ কর্মস্থল ও ঢাকা ত্যাগ করতে পারবেন না। উক্ত সময়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular