Friday, September 13, 2024
Homeঅপরাধঢাবি থেকে চার বহিরাগত মাদকসেবী আটক

ঢাবি থেকে চার বহিরাগত মাদকসেবী আটক

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে চার বহিরাগত মাদক সেবীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যায় ৬টায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, শাহীন হক শ্রাবণ (১৮), আরিফ আহমেদ (১৮), কাউছার আহমেদ (২৪), শাওন (১৮)।

আটকের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম গোলাম রব্বানী। তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে তারা ক্যাম্পাসে ভিসি চত্বর থেকে মাতলামি করতে করতে যায় এবং মেয়েদের ইভটিজিংও করতে থাকে। লোকজনের সন্দেহ হলে, তারা প্রক্টরিয়াল টিমকে খবর দেয়। পরে তাদের আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। তাদের একজনের সাথে থাকা ব্যাগে কেরু এন্ড কোং এর বাংলা মদের বোতল পাওয়া যায়।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।
আমাদের অভিযান অব্যহত থাকবে। কাউকে যদি এসব কাজে জড়িত পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

Most Popular