Saturday, December 14, 2024
Homeজাতীয়ফেসবুকে ভাইরাল : দেশের নবম বিভাগ হচ্ছে কুমিল্লা

ফেসবুকে ভাইরাল : দেশের নবম বিভাগ হচ্ছে কুমিল্লা

কথাটি কি সত্যি?’ -প্রশ্নটি এখন বৃহত্তর কুমিল্লা-চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর অঞ্চলের যে কোন সচেতন নাগরিকের মুখে মুখে।

গত ২৪ ঘণ্টায় ‘বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজ জয়’, ‘করোনায় দুই শতাধিক মৃত্যু’ সব কিছুকে ছাপিয়ে ফেসবুকের ভাইরাল সংবাদ ‘সোমবারের মধ্যে ঘোষণা আসছে, দেশের নবম বিভাগ হচ্ছে কুমিল্লা।’

চট্টগ্রাম বিভাগকে ভেঙে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে পৃথক বিভাগ করা যায় কি না, এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষা-নিরীক্ষা করতে গত ২০১৫ সালের ২৬ জানুয়ারি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর ওই মনোভাবের কথা জানার পর কুমিল্লাজুড়ে আনন্দ মিছিল হয়। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির পাদপীঠ ও ইতিহাস-ঐতিহ্যের জেলা শহর কুমিল্লা। এটি ব্রিটিশ-ভারতের প্রাচীনতম শহর।

ভৌগলিক অবস্থান, যোগাযোগ, রাজধানী থেকে সহজ যাতায়াত, প্রস্তাবিত বিভাগের ৬ জেলার প্রাণকেন্দ্র ও অর্থনৈতিক অঞ্চল সবদিক থেকেই কুমিল্লাই দেশের পরবর্তী বিভাগ হওয়ার জোর দাবি রাখে। কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সংক্ষেপে যেটি ‘কুমিল্লা ইপিজেড’ নামে পরিচিত) বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যা বাংলাদেশের পূর্বাঞ্চলীয় শহর কুমিল্লার পুরাতন বিমান বন্দর এলাকায় অবস্থিত। ২৬৭.৪৬ একর এলাকার ওপর প্রতিষ্ঠিত এই ইপিজেডটি বাংলাদেশের ৪র্থ বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা।

রয়েছে একটি বিমান বন্দর, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)। বৃহত্তর কুমিল্লা-চাঁদপুর-নোয়াখালী অঞ্চলের শিক্ষা বোর্ডটি কুমিল্লাতেই অবস্থিত। কুমিল্লা বৈদেশিক রেমিট্যান্স দিয়ে সারা বাংলাদেশে ১ম। রয়েছে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়। এছাড়াও শালবন বিহার, প্রত্নতাত্ত্বিক জাদুঘর সহ বহু প্রচীন ঐতিহ্যের সাক্ষী কুমিল্লা অঞ্চল। তাই কুমিল্লাই হতে পারে ৬ জেলা নিয়ে গঠিত বিভাগের নাম। যদিও কিছুদিন পূর্বে আলোচনায় এসেছিলো, কুমিল্লা নয় নতুন বিভাগটির নাম হবে ময়নামতি বিভাগ। তা নিয়ে প্রতিবাদ জানায় কুমিল্লার সর্বস্তরের মানুষ।

কুমিল্লা নামে বিভাগ নিয়ে সামাজিক, রাজনৈতিক, শিক্ষাবিদ, সাংবাদিক ও সাধারণ মানুষে প্রতিক্রিয়া তুলে ধরা হল।

প্রফেস রতন কুমার সাহা-অধ্যক্ষ, ভিক্টোরিয়া সরকারি কলেজ: শিক্ষা, সাহিত্য- সংস্কৃতির পাদপিঠ কুমিল্লা। এ জেলার ঐতিহ্য রয়েছে। ধীরেন্দ্রনাথ দত্ত, নবাব ফয়জুন্নেসা, শহীদ রফিকুল ইসলামসহ বহু সূর্য সন্তানকে এ কুমিল্লা বুকে ধারণ করেছে। সংসদে প্রথম কুমিল্লা বিভাগের দাবি জানিয়েছেন ৬ আসনের এমপি হাজী বাহার সাহেব। ভিক্টোরিয়া কলেজের ২৭ হাজার সদস্যের পরিবার থেকে আমি আশাবাদী অতিশীঘ্রই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হবে।

ডা. মোসলেহ উদ্দিন, সাবেক অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ ঃ কুমিল্লা নামে বিভাগ এটা আমাদের অনেক দিনের দাবি। সামাজিক, রাজনৈতিক সকল পেশার মানুষ কুমিল্লা বিভাগের বিষয়ে একমত। বিভাগীয় হেড কোয়ার্টারের জন্য সকল ব্যবস্থা কুমিল্লায় রয়েছে, শুধু প্রধানমন্ত্রীর ঘোষণা বাকী। আমরা চাই কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই হবে, প্রধানমন্ত্রীর নিকট এটাই প্রত্যাশা।

হাসান ইমাম মজুমদার ফটিক- অধ্যক্ষ, অজিতগুহ মহাবিদ্যালয়ঃ কুমিল্লা নামে বিভাগ দল মত নির্বিশেষে এটা আমাদের দীর্ঘ দিনের দাবি, কুমিল্লা বিভাগ হওয়ার জন্য যা প্রয়োজন, সকল আয়োজন কুমিল্লায় রয়েছে। এখন বিষয় হলো কুমিল্লা বিভাগ অবশ্যই যেন কুমিল্লা নামে হয়। অন্য কোন নামে হলে কুমিল্লার মানুষ তা গ্রহণ করবে না।

বদরুল হুদা জেনু -সভাপতি, সচেতন নাগরিক কমিটি, কুমিল্লাঃ কুমিল্লার ১১টি আসনের মধ্যে শতভাগ প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছে কুমিল্লাবাসী। সাধারণ মানুষ তাদের ওয়াদা পূরণ করেছে, আশা করি প্রধানমন্ত্রীও মানুষের মনের আশা পূরণ করবেন। ভৌগলিক ভাবে, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনসংখ্যা, খাদ্যপূর্ণতা, বৈদেশিক মুদ্রা সার্বিকবাবে চিন্তা করলে বহু আগে কুমিল্লা বিভাগ হওয়ার কথা। বিভাগ দাবি করেছে কুমিল্লা বিভাগ হয়েছে বরিশাল, বিভাগ চেয়েছে কুমিল্লা বিভাগ হয়েছে ময়মনসিংহ। কুমিল্লায় ২১টি বিভাগীয় অফিস রয়েছে, সরকারি ও বেসরকারি বহু পদে কুমিল্লার মানুষ দায়িত্বরত। ৮ লক্ষেরও বেশী প্রবাসী রয়েছে এ জেলার। কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই চাই, নয়তো এ অঞ্চল নিয়ে অন্য নামে বিভাগ দরকার নাই। আশা করি প্রধানমন্ত্রী কুমিল্লার মানুষের ইচ্ছা পূরণ করবেন।

মিতা সফিনাজ- বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ভিক্টোরিয়া কলেজঃ
জন্মসূত্রে আমি নোয়াখাইল্লাহ, আমি নোয়াখালীর আগে কুমিল্লা বিভাগ চাই। কারণ কুমিল্লা সকল দিক থেকে সমৃদ্ধ। নোয়াখালী যদি পৃথক বিভাগ হতে চায় হোক। কুমিল্লায় আমরা দু’জন মন্ত্রী পেয়েছি, আশা করি আমাদের রাজনীতিবিদদের সহযোগিতায় দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হবে।

ইয়াসমীন রীমা – সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখাঃ চাকুরির বিষয়ে, বিসিএস পরীক্ষাসহ কুমিল্লার মানুষের ঢাকা, চট্টগ্রাম যেতে হয়। কুমিল্লা বিভাগ হলে মানুষের জীবন যাত্রার মানের পরিবর্তন হয়ে যাবে। কী নেই কুমিল্লায়? তারপরও কুমিল্লা কেন বিভাগ হবে না এটা আমার প্রশ্ন? আমরা চাই দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হোক।

RELATED ARTICLES

Most Popular