Saturday, December 14, 2024
Homeজাতীয়ছাত্র ও যুব অধিকার পরিষদের গণখাদ্য কর্মসূচির সপ্তমদিন আজ

ছাত্র ও যুব অধিকার পরিষদের গণখাদ্য কর্মসূচির সপ্তমদিন আজ

বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের উদ্যোগে রাজধানী ঢাকার বিভিন্ন স্হানে চলমান গণখাদ্য কর্মসূচির সপ্তম দিন আজ।

করোনা সংক্রমন রোধে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন।এমন পরিস্থিতিতে কাজ না থাকায় ক্ষুধার যন্ত্রণায় দিন পার করছেন অসংখ্য দিনমজুর,খেটে খাওয়া মানুষ।এসব অসহায় মানুষের সীমাহীন দুর্ভোগে পাশে দাঁড়াতে ছাত্র ও যুব অধিকার পরিষদ গণখাদ্য কর্মসূচির উদ্যোগ নেয়।রাজধানী ঢাকার বেশ কয়েকটি স্হানে অসহায়,ছিন্নমুল মানুষের জন্য শুরু হয় রান্না করা খাবার বিতরন।এরই ধারাবাহিকতায় ঈদের পর আজ শুক্রবার থেকে আবার শুরু হয় এই গণখাদ্য কর্মসূচি।

গণখাদ্য কর্মসূচি সম্পর্কে ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর নেতা সাদ্দাম হোসেন জানান,আমরা ভিপি নুরুলহকের নির্দেশনায় এবং আমাদের শুভাকাঙ্খীদের সহযোগীতায় এই খাদ্যকর্মসূচি চালিয়ে যাচ্ছি।এ খাদ্য বিতরণ কর্মসূচি করোনা প্রাদুর্ভাব কমে না আসা পর্যন্ত অব্যাহত থাকবে।

গণখাদ্য কর্মসূচির ব্যাপারে ছাত্র,যুব ও শ্রমিক অধিকার পরিষদের স্বমন্বয়ক এবং ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুরের সাথে যোগাযোগ করা হলে তিনি নবদূতকে জানান,আমরা গত বছরের শুরু থেকেই মানুষের পাশে ছিলাম,মানুষকে সচেতন করতে কাজ করেছি।মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ,খাদ্য সামগ্রি বিতরণ এবং আর্থিক সহযোগীতাসহ বেশকিছু কার্যক্রম ইতিমধ্যে আমরা পরিচালনা করেছি।এক্ষেত্রে আমাদের ভিবিন্ন শুভাকাঙ্খী আমাদের আর্থিক সহযোগীতা করেছেন।তারই ধারাবাহিকতায় আমাদের এই গণখাদ্য কর্মসূচি শুরু হয়েছে এবং করোনা পরিস্হতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

Most Popular