মহামারি করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও প্রায় ১৪ লাখ ডোজ টিকা আসছে। এর মধ্যে আজ শনিবার আসছে সাত লাখ ৮১ হাজার টিকা এবং আগামী বুধবার বাকি ছয় লাখের কিছু বেশি টিকা দেশে এসে পৌঁছাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ও লাইন ডিরেক্টর এমএনসিএন্ডএইচ ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এ ছাড়া আগামী ৪ আগস্ট একই স্থানে ও একই সময়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে পরবর্তী অর্থাৎ তৃতীয় চালানের ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা দেশে আসবে।
২৪ জুলাই কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান সরকারের উপহার দেওয়া দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা দেশে পৌঁছায়।
সে সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, আগামী ১ মাসের মধ্যে আরও প্রায় ২৮ লাখ টিকা জাপান থেকে বাংলাদেশে আসবে।