Friday, November 15, 2024
Homeরাজনীতি৩৫০ বন্যা কবলিত পরিবারের পাশে কক্সবাজার ছাত্রলীগ

৩৫০ বন্যা কবলিত পরিবারের পাশে কক্সবাজার ছাত্রলীগ

নবদূত রিপোর্ট:

টানা ৪ দিনের অতিবৃষ্টির ফলে বন্যায় প্লাবিত হয় কক্সবাজারের বেশকিছু জায়গা। পানিবন্দি হয়ে পড়েন শত শত পরিবার। অনেকে ঘর হারিয়েছেন, হারিয়েছেন দৈনন্দিন জীবিকার কর্মস্থল। এই দূর্যোগ মুহুর্তে পানিবন্ধীদের পাশে ছুটে যান কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হুসাইনের নেতৃত্বে শুক্রবারসহ (৩০ জুলাই) টানা তিনদিনে রামুর কলঘর বাজার সংলগ্ন নতুন চরপাড়া গ্রামে ৬৮ বন্যার্ত পরিবার, জোয়ারিয়া নালা ও নোনাছড়িতে শতাধিক পরিবার ও গর্জনিয়া ইউনিয়নের রাজঘাট,কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া,ও ফতেখাঁরকুল ইউনিয়নের দ্বীপ শ্রী কুল এবং কাউয়ারখোপ ইউনিয়নের  ফুলনীর চর গ্রামে প্রায় ২০০ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণের মধ্যে ছিলো চাল, ডাল, তেল ও শুকনো খাবার। সর্বমোট ৫০০ পরিবারকে ত্রাণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান সাদ্দাম৷

তিনি বলেন, বন্যার প্লাবিত গ্রামের সাধারণ মানুষ পানিবন্ধী হয়ে অনাহারে দিনাতিপাত করছে। এই দুর্যোগ মোকাবেলায় তাদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সদা আপামর জনতার সংকটে, সংশয়ে ও দুর্যোগে নিজেকে নিয়োজিত রাখতে অভ্যস্ত। এই ত্রাণ বিতরণ কর্মসূচী ধারাবাহিকভাবে চলবে বলে জানান এই ছাত্রনেতা।

RELATED ARTICLES

Most Popular