Wednesday, December 25, 2024
Homeজাতীয়শ্রমিকদের জন্য রোববার দুপুর পর্যন্ত চলবে সব গণপরিবহন

শ্রমিকদের জন্য রোববার দুপুর পর্যন্ত চলবে সব গণপরিবহন

নবদূত রিপোর্ট:

রপ্তানীমুখী শিল্পকারখানার কর্মীদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে আগামীকাল রোববার দুপুর ১২ টা পর্যন্ত সব ধরণের গণপরিবহন চলাচল শিথিল করেছে সরকার

শনিবার (৩১ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, শ্রমিকদের স্বার্থে সরকার গণপরিবহন চলাচল শিথিল করেছে। বাস, লঞ্চসহ সবধরনের গণপরিবহন চলবে।

আর আগে শুক্রবার (৩০ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১ আগস্ট (রোববার) থেকে গার্মেন্টসহ রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট (রোববার) সকাল ৬টা থেকে রফতানিমুখী সব শিল্প-কারখানা বিধিনিষেধের আওতাবহির্ভূত রাখা হলো। এ ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ (শনিবার) সকাল থেকেই ঢাকামুখী শ্রমিকদের ঢল নামে।

RELATED ARTICLES

Most Popular