Wednesday, October 9, 2024
Homeজাতীয়ডা. জাফরুল্লাহ নামে ফেকআইডি, থানায় জিডি

ডা. জাফরুল্লাহ নামে ফেকআইডি, থানায় জিডি

নবদূত রিপোর্ট:

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ফেক আইডি ও পেজ রয়েছে। এসব আইডি ফেক জানিয়ে থানায় জিডি করেছেন তিনি।

সোমবার (২ আগস্ট) রাজধানীর ধানমন্ডি থানায় এই জিডি করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

জিডিতে মি. চৌধুরী লিখেছেন, আমি ড. জাফরুল্লাহ চৌধুরী, ট্রাস্টি, গণস্বাস্থ্য কেন্দ্র। আমার ব্যক্তিগত মোবাইল নম্বর আছে যা আমি নিয়মিত ব্যবহার করছি। কিন্তু আমার কোনো ফেসবুক আইডি নেই। কে বা কাহারা আমার নাম দিয়ে অথবা কীভাবে যেন ইন্টারনেটের মাধ্যমে আমার নামে ফেসবুক পোস্ট করছে আমাকে বিপদগ্রস্ত করার জন্য। এ বিষয়ে আপনার থানায় সাধারণ ডায়রিকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে ড. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমি কখনও ফেসবুকে আইডি খুলিনি। এটা পুলিশকেও জানিয়েছি। এখন তারা ব্যবস্থা না নিলে কী করার আছে? আমার নামে ফেসবুকে কে কী লিখল তাতে আমার কিছুই যায়-আসে না। ফলে, এটা নিয়ে আমি কোনো চিন্তাও করি না। পুলিশকে জানানোর দরকার, জানিয়েছি। এখন তারা মনে চাইলে ব্যবস্থা নেবে, না চাইলে নেবে না।

RELATED ARTICLES

Most Popular