Wednesday, December 25, 2024
Homeবিনোদনগ্রেফতার হতে পারেন পরীমণির কথিত ‘মা’ চয়নিকা চৌধুরী

গ্রেফতার হতে পারেন পরীমণির কথিত ‘মা’ চয়নিকা চৌধুরী

নবদূত রিপোর্ট:

মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে সম্পর্ক গড়া-ভাঙ্গা, ব্ল্যাকমেইলিংসহ বেশ কয়েকটি অভিযোগের তদন্ত চলছে বাংলাদেশের পরিচালক চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পেলে যে কোন সময় গ্রেফতার হতে পারেন তিনি।

শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গ্রেফতার মডেল পিয়াসা, মৌ এবং পরীমণিসহ বেশ কয়েকজনকে ব্যবসায়ীদের ডিজে পার্টি এবং মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসময় চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিনেত্রী ও অভিনেতার সঙ্গে প্রেম করিয়ে দেয়া, বিচ্ছেদে সহযোগিতা, মাদক সরবরাহসহ বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। আমরা সেগুলো খতিয়ে দেখছি। প্রয়োজনে তাকেও গ্রেফতার করা হবে।

উল্লেখ্য ,চয়নিকা চৌধুরী বাংলাদেশের একজন পরিচালক। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে পরিচালনা শুরু করেন তিনি। বিশ্বসুন্দরী চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার।

RELATED ARTICLES

Most Popular