Friday, September 20, 2024
Homeরাজনীতিদেশব্যাপী 'বঙ্গমাতা অক্সিজেন সেবা' চালু করছে ছাত্রলীগ

দেশব্যাপী ‘বঙ্গমাতা অক্সিজেন সেবা’ চালু করছে ছাত্রলীগ

নবদূত রিপোর্ট:

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ‘বঙ্গমাতা অক্সিজেন সেবা’ চালু করছে বাংলাদেশ ছাত্রলীগ।

রোববার ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ (৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করবে সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গমাতা একজন নীরব দক্ষ সংগঠক ছিলেন। যিনি বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির মুক্তি সংগ্রামে। তিনি বঙ্গবন্ধুকে হিমালয়সম আসনে অধিষ্ঠিত করেছেন। বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ যেমন একই সূত্রে গাঁথা, তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবও পরস্পর অবিচ্ছেদ্য নাম। জাতির পিতার অনুপস্থিতিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বাংলাদেশ ছাত্রলীগকে আগলে রেখেছিলেন। তাই বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে এবং করোনা মহামারীর কারণে দেশ ও জাতির এই ক্রান্তিকালে বাংলাদেশ ছাত্রলীগ দেশব্যাপী একযোগে এ সেবা চালু করতে যাচ্ছে।

RELATED ARTICLES

Most Popular