Friday, September 13, 2024
Homeরাজনীতিগণটিকা কর্মসূচি সফল করতে এগিয়ে এলো সেচ্ছাসেবক লীগ

গণটিকা কর্মসূচি সফল করতে এগিয়ে এলো সেচ্ছাসেবক লীগ

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে স্বেচ্ছাসেবক লীগকে জনগণের পাশে দাঁড়াতে হবে। করোনা দুর্যোগের মধ্যে যেভাবে স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে, এভাবে সবসময় মানুষের পাশে থাকতে হবে।’

সোমবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্স সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

এই ধারাবাহিকতা বজায় রাখতে

মহামারী কোভিড ১৯ (করোনা) টিকা গ্রহন করার জন্য জনগনের মাঝে স্বতঃস্ফূর্ততা আগ্রহ সৃষ্টি করা, গনটিকা প্রদান করা সকল কেন্দ্রে, সকল বুথে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের কে কার্ড ধারণ করে স্বাস্হ্য কর্মী ও প্রশাসনের পাশাপাশি জনগণকে সেবা নিশ্চিত করতে, নির্দেশনা দেয়াও হয়েছে।

দেশের ১৮ বছর উর্ধ সকল নাগরিককে টিকার আওতায় এনে মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার ঘোষিত টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ টীম এর সাথে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল উপজেলার নেতৃবৃন্দের সাথে এক দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কমিল্লা পদুয়ার বাজারে হোটেল নুরজাহানে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, যুগ্মসাধারণ সম্পাদক একেএম আজিম, দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন টিংকু, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, কেন্দ্রীয় সদস্য এডভোকেট জাহিদুল আলম, কেন্দ্রীয় সদস্য ডাক্তার রাজীব সাহা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু,অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহসিন রহমান।

এ সময় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোসলিম উদ্দিন, সদস্য-সচিব আহসানুল আলম কিশোর, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এবং সম্মুখ করোনা যোদ্ধা লিটন সরকার।

RELATED ARTICLES

Most Popular