Friday, December 27, 2024
Homeরাজনীতিফের পিছিয়েছে ছাত্র অধিকার পরিষদ কাউন্সিলের ভোট গ্রহণ

ফের পিছিয়েছে ছাত্র অধিকার পরিষদ কাউন্সিলের ভোট গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:

চলমান কঠোর বিধিনিষেধের কারণে আবারো পিছিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিলের ভোট গ্রহণের তারিখ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (৮ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মনোনোয়নপত্র বিতরণ ও জমা, মনোনয়ন পত্র বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা ও চূড়ান্ত প্রার্থীর তালিকাও ঘোষণা করা হয়েছে।  করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ফের ১০ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ বর্ধিত করায় ১০ আগষ্ট নির্বাচন অনুষ্ঠান সম্ভব হচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনের তফসিলে আংশিক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তিত  নির্বাচনের তারিখ ২০ আগস্ট।

এর আগে গত ৩ আগস্ট চূড়ান্ত প্রার্থীদের  নামের তালিকা প্রকাশ করে নির্বাচন পরিচালনা কমিটি। এতে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৫ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

চূড়ান্ত তিন সভাপতি প্রার্থী হলেন- কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি আখতার হোসেন।

চূড়ান্ত তিন সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন- শাকিলউজ্জামান, আরিফুল ইসলাম আদিব, হানিফ খান সজীব। তারা তিনজনই কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।

চূড়ান্ত পাঁচ সাংগঠনিক সম্পাদ প্রার্থী হলেন- মোল্লা রহমতুল্লাহ, মাজহারুল ইসলাম, নাজমুল হাসান, এরশাদুল ইসলাম রোহাদ, নাজমুল করিম রিটু।

RELATED ARTICLES

Most Popular