Friday, December 27, 2024
Homeসারাদেশবন্যাকবলিত মানুষের মাঝে ইচ্ছেপূরন মানবিক ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

বন্যাকবলিত মানুষের মাঝে ইচ্ছেপূরন মানবিক ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইচ্ছেপূরন মানবিক ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রোববার (৮ আগস্ট) সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বন্যাকবলিত কিছু  মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি। এর মধ্যে ছিল- চাল, আলু , পেঁয়াজ, চিড়া, চিনি।

কর্মসূচির বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আমজাদ হোসেন হৃদয় বলেন, ৬৪ জেলায় অল্প কিছু মানুষের মুখে হলেও হাসি ফুটানোর লক্ষ্যে আমরা কাজ করছি। তারই ধারাবাহিকতায় আজ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বন্যাকবলিত এলাকার কিছু সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সামান্য খাদ্য সামগ্রী উপহার দিয়েছি। আমরা হয়ত বেশি মানুষকে সহযোগিতা করতে পারিনি তবে আমাদের সামর্থ অনুযায়ী আমরা চেষ্টা করেছি। ধারাবাহিকভাবে ৬৪ জেলায় আমাদের প্রজেক্ট কার্যক্রম চলমান থাকবে। যারা সহযোগিতা করেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

প্রজেক্ট পরিচালনার দায়িত্বে থাকা সংগঠনটির সহ-সমন্বয়ক শিকদার আসাদুজ্জামান বলেন, প্রতিষ্ঠাতা পরিচালক আমজাদ হোসেন হৃদয় ভাইয়ের দিকনির্দেশনা এবং সবার সহযোগিতায় আমরা সিরাজগঞ্জের বন্যাকবলিত এলাকায় কিছু মানুষের মাঝে হাসি ফুটাতে সক্ষক হয়েছি। চেষ্টা করেছি প্রাপ্য মানুষকে পোঁছে দিতে। কাজটি সম্পন্ন করতে আমাকে যারা সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা। 

উল্লেখ্য, গত বছরের ২ জুলাই ‘সুবিধাবঞ্চিত মানুষের পাশে আমরা’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমজাদ হোসেন হৃদয়ের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। এতে সেচ্ছায় কাজ করছে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী। ৬৪ জেলায় সহযোগিতার লক্ষ্যে সিরাজগঞ্জসহ এখন পর্যন্ত ১২টি জেলায় ১২টি প্রজেক্ট সম্পন্ন করেছে সংগঠনটি।

RELATED ARTICLES

Most Popular