Thursday, September 19, 2024
Homeসারাদেশগাজীপুরে ছাত্র,যুব ও শ্রমিক অধিকার পরিষদের গণখাদ্য কর্মসূচি

গাজীপুরে ছাত্র,যুব ও শ্রমিক অধিকার পরিষদের গণখাদ্য কর্মসূচি

বাংলাদেশ ছাত্র,যুব ও শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে চলমান গণখাদ্য কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার(৯ আগষ্ট) গাজীপুর মহানগর ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ এর উদ্যোগে গণখাদ্য কর্মসূচি পালন করা হয়েছে।

গাজীপুরের এরশাদ নগরে অনুষ্ঠিত গণখাদ্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় আহবায়ক আব্দুর রহমান, গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদ এর সমন্বয়ক মোঃ মাজেদুর রশিদ, মহানগর শ্রমিক অধিকার পরিষদ এর সদস্য সচিব ফারুক আহমেদ রাজ, ছাত্র অধিকার পরিষদ এর মোঃ আল আমিন হোসাইন, যুব অধিকার পরিষদ এর রবিন হোসেনসহ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ এর নেতাকর্মীরা।

গণখাদ্য কর্মসুচি প্রসঙ্গে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় আহবায়ক আব্দুর রহমান জানান, দেশজুড়ে কঠোর লকডাউনে ক্ষুধার যন্ত্রণায় দিন পার করা অসংখ্য দিনমজুর,খেটে খাওয়া অসহায় মানুষের সীমাহীন দুর্ভোগে পাশে দাঁড়াতে ভিপি নুরুলহকের নির্দেশনায় গাজীপুর মহানগর ছাত্র,যুব ও শ্রমিক অধিকার পরিষদ গাজীপুরে গণখাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।করোনা পরিস্হতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

Most Popular