Tuesday, January 28, 2025
Homeসাহিত্যকবিতাসোনার বাংলা

সোনার বাংলা

বিলাল মাহিনী

ফুল পাখিদের রঙ ও রূপে
খাঁসা সোনার বাংলা,
খাল বিল আর পুকুর ডোবায়
জাতীয় ফুল শাপলা।

উন্নয়নের ছোঁয়ায় আজ
ডিজিটাল এই দেশ,
রাত দুপুরে সেতুর বাতি
দেখতে লাগে বেশ!

সু-শিক্ষা আর সংস্কৃতিতে
গড়বো আমার দেশ,
সুখের বাতাস ছড়িয়ে দেবো
রবে না কষ্ট-ক্লেশ।

ঐশী জ্ঞানের আলো হতে
রবে না কেউ দূরে,
বিশ্বলোকে লাল-সবুজকে
ধরবো উঁচু করে।

বিলাল মাহিনী
১১-০৮-২১
bhmahini@gmail.com

RELATED ARTICLES

Most Popular