সৃজন ভট্টাচার্য:
পরেরবার যে বলবে, তাকে দেখান এই ছবিটা। বলুন, রাজনীতির বোধই লেখাপড়া করার প্রয়োজনীয়তা শেখায় ছাত্রদের।
প্যান্ডেমিকে স্কুল-কলেজ না খুলে অনলাইন এডুকেশনের কোম্পানিগুলোকে মুনাফা জুটিয়ে দেওয়ার প্ল্যান হচ্ছে। তার প্রতিবাদে ১২ই অগাস্ট রাজ্যজুড়ে হাজারো মুখোমুখি ক্লাসরুম আয়োজন করার ঘোষণা করেছে এসএফআই। যাদবপুরে ছাত্ররা শুরু করে দিল রাস্তায় বসে মুখোমুখি ক্লাসরুম। ছবিতে ক্লাস নিচ্ছেন কম্পিউটার সায়েন্সের অধ্যাপিকা নন্দিনী মুখার্জি।
এমন দৃশ্য ছড়িয়ে পড়ুক সর্বত্র। দেখা হবে। পড়া হবে।
(ফেসবুক থেকে সংগৃহিত)