Friday, September 13, 2024
Homeসাহিত্যপ্রবন্ধ/নিবন্ধপাহাড়,সমুদ্র আর নদীকে ঘিরেই চট্টগ্রাম নগরী।

পাহাড়,সমুদ্র আর নদীকে ঘিরেই চট্টগ্রাম নগরী।

অপরূপ সৌন্দর্যে ঘেরা এই নগরীর সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) এলাকা। এটি পূর্বাঞ্চল রেলওয়ের সদরদপ্তর।

এখানে রয়েছে অসংখ্য রেইনট্রি। যেগুলোর মধ্যে কোনটার বয়স পেরিয়ে গেছে শতবছরেরও বেশি।

রেলওয়ের একজন কর্মকর্তার দেওয়া তথ্য মতে সিআরবি এলাকায় বড়ো গাছ আছে ৬০-৭০ টি তার মধ্যে ৩০ টির বেশি গাছ শতবর্ষী।

এই গাছগুলো ব্যস্ততম নগরীর অক্সিজেন সরবরাহের উৎস বলেই পরিচিত। কেউ কেউ এই সিআরবি কে চট্টগ্রামের ফুসফুস হিসেবে বলে থাকেন।

শতবর্ষী সাতটি গাছ এখানে মূল আকর্ষণ, এগুলোর একেকটি গাছের শিকর মাটির অনেক গভীরে, এর ডালপালা গুলো প্রায় ৫০ ফুট প্রশস্ত। এই গাছগুলো পুরো সিআরবি এলাকাকে ঢেকে রেখেছে ছায়া দিয়ে।

ছবির গাছটি সিআরবি সাত রাস্তার মোড়ের, এই গাছের নিচেই ক্লান্ত পথিক ক্লান্তি দূর করে , শ্রমজীবী মানুষেরা বিশ্রাম নেয়, বিনোদন প্রেমিরা বিনোদনের কেন্দ্র বিন্দুতে পরিনত করে।

বৃটিশরা ভারতীয় উপমহাদেশ দখল নেওয়ার পরে তাদের প্রশাসনিক কাজ ও চট্টগ্রাম বন্দরের সাথে যোগাযোগের সুবিধার্থে ১৮৭২ সালে সিআরবি প্রতিষ্ঠা করে।

ধারণা করা হয় ১৮৯৬ সালের দিকে এই শতবর্ষী গাছগুলো রোপণ করা হয়েছিলো।

লেখা ও ছবিঃ Shahrukh Sayel
ভিডিও জার্নালিজম কোর্স । প্রথম ব্যাচ

RELATED ARTICLES

Most Popular