Tuesday, September 17, 2024
Homeসারাদেশযশোরে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সপ্তাহব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচি সমাপ্ত

যশোরে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সপ্তাহব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচি সমাপ্ত

যশোরের অভয়নগর উপজেলা ও দক্ষিণ নড়াইলের সীমান্তবর্তী ভৈরব উত্তর-পূর্বাঞ্চলের সাংবাদিকদের একমাত্র সংগঠন ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির করোনা মহামারির এই ক্রান্তিলগ্নে সপ্তাহ ব্যাপী জনসচেতনতাসহ মাস্ক বিতরণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৩ আগষ্ট)অভয়নগরের ভাটপাড়া বাজারে মাস্ক বিতরণ ও করোনা রোধে সপ্তাহ ব্যাপি চলমান গণ সচেতনতামূলক কর্মসূচির সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক।

অভয়নগরের ভৈরব উত্তর পূর্বাঞ্চলের সাংবাদিকদের একমাত্র সংগঠন ভৈরব-চিত্রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইরানের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার, ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ অভিজিৎ সিংহ রায়, অপরাজেয় বাংলার সম্পাদক মো: কামরুল ইসলাম, ভাটপাড়া বাজার কমিটির সভাপতি শহীদুল ইসলাম, সিংগাড়ী বাজার কমিটির সভাপতি নাজমুল শেখ, এবি ৭১ এর সাংবাদিক জুয়েল রানা, ক্যামেরা পার্সন আমিরুল ইসলাম, সাংবাদিক রবিউল ইসলাম।

এ ছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মাষ্টার বাবলুর রহমান, যুগ্ম সম্পাদক বিলাল মাহিনী, সাহিত্য প্রকাশনা সম্পাদক মাষ্টার সব্যসাচী বিশ্বাস, নির্বাহী সদস্য রবিউল সর্দার, হাবিবুর রহমান হাবিব, সাদ্দাম হোসেন, মুরাদ হোসেন, সাবেরুল ইসলাম, সাদিকুল ইসলাম, প্রনয় দাস,তরুন সর্দার প্রমুখ।

উক্ত মাস্ক বিতরণ কর্মসূচি ভাটপাড়া বাজার হতে শুরু হয়ে সিংগাড়ী, হরিশপুর ও বাশুয়াড়ী বাজারে গিয়ে শেষ হয়।

বিলাল মাহিনী,যশোর।

RELATED ARTICLES

Most Popular