তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তরের আলোচনার মধ্যেই আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ছাড়ার খবর পাওয়া গেছে। খবর টোলো নিউজ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে রয়টার্স এক টুইটে জানিয়েছে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে আফগান প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র রয়টার্সকে জানায়, নিরাপত্তার কারণে আশরাফ গনির অবস্থান সম্পর্কে জানানো যাচ্ছে না।
এক তালেবান কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রেসিডেন্টের দেশ থেকে চলে যাওয়ার বিষয়টি তারা যাচাই করছেন।
এর আগে, অন্তবর্তীকালীন সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মিজাকওয়াল।