কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হওয়া মরিশাস প্রবাসী শ্রমিককে সহায়তা করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মরিশাস শাখা।
নেত্রকোনা জেলার মদন উপজেলার মো:সিদ্দিক নামের এক মরিশাস প্রবাসী শ্রমিক পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সুখের আশায় পাড়ি দিয়েছিলেন মরিশাসে।কিন্ত কর্মরত অবস্থায় বিল্ডিং থেকে পড়ে গিয়ে একটি পা ভেঙে যায় মো:সিদ্দিকের। দীর্ঘদিন কোম্পানীতে বসে থেকে তার কোম্পানী অসুস্থ অবস্থায় কোন রকম আর্থিক সহয়তা না দিয়েই তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
অসুস্থ অবস্থায় দেশে মানবেতর জীবন যাপন করছেন সিদ্দিক।তার চিকিৎসার জন্য প্রবাসী অধিকার পরিষদ মরিশাস শাখার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ নেত্রকোনা জেলা এর মাধ্যমে মো:সিদ্দিককে আর্থিক সহয়তা প্রদান করা হয়।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সহ-অর্থ সম্পাদক ও মরিশাস শাখার কার্যনির্বাহী সদস্য লতিফ উদ্দিন শেখ জানান, মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মরিশাস শাখা এই আর্থিক সহযোগীতার উদ্যোগ নিয়েছে।তিনি জানান,আমাদের সামর্থ অনুযায়ী আমরা পৃথিবী ব্যাপি ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রাসীদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছি।