Monday, December 23, 2024
Homeসারাদেশপঁচাত্তরের ঘাতকরা এখনও যড়যন্ত্রে লিপ্ত: সাবেক হুইপ আব্দুল ওহাব

পঁচাত্তরের ঘাতকরা এখনও যড়যন্ত্রে লিপ্ত: সাবেক হুইপ আব্দুল ওহাব

যশোরের অভয়নগরে যুবলীগ,ছাত্রলীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ আগস্ট সোমবার বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ জননেতা অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব বলেন, ‘পঁচাত্তরের খুনি ও তাদের দোসররা এখনো সক্রিয়। তাদের প্রতিহত করে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাঘুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো সুজন মোল্যার সভাপতিত্বে ও যুবলীগ সাধারণ সম্পাদক মুরাদ হোসেন রুবেলের সঞ্চালনায় উক্ত শোক সভায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শওকত মল্লিক, সহ সভাপতি আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা দিলিপ গোস্বামী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবু সায়েম, সিংগাড়ী বঙ্গবন্ধু ইনস্টিটিউটের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এম এম আজিম উদ্দিন, যুবলীগ ইউনিয়ন সভাপতি মাসুম শিকদার।উপস্থিত ছিলেন,ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক রিয়াজ শেখ,সাবেক ইউপি মহিলা মেম্বার তহমিনা বেগম, জিল্লুর রহমান,মো:মাসুদ প্রমুখ।

বিলাল মাহিনী,যশোর।

RELATED ARTICLES

Most Popular