Saturday, September 21, 2024
Homeসাহিত্যকবিতাআধুনিক জাহিলিয়াত

আধুনিক জাহিলিয়াত

গদ্য কবিতা / বিলাল মাহিনী

ভালোবাসা বাড়েনি মানুষের প্রতি
বেড়েছে কুচিন্তা স্বার্থপরতা,
বয় ফ্রেন্ড গার্ল ফ্রেন্ডের নামে শরীরের লেনদেন!
মোহমুক্ত সম্পর্কের দেখা মেলা ভার!

মডেলিং এর নামে দেহ প্রদর্শন, নোংরামি নষ্টামি। নিশ্বাসে-বিশ্বাসে ধরেছে চিড়। পর নারীকে দিচ্ছে না কেউ মা-বোনের সম্মান। চতুর হচ্ছে লোকে এড়িয়ে বইয়ের জ্ঞান।

উপরি ছাড়া মেলে না নাগরিক সেবা,
স্রষ্টার বিপরীতে চলছে মানব স্বামীর পূজা।

শিক্ষা-দিক্ষা নীতি আদর্শ সব ভাগাড়ে পণ্য, ডিজিটাল আসক্তিতে ভঙুর যৌবন। দেশীয় সভ্যতা সংস্কৃতি ভাষায় উপনিবেশিক ছায়া, ভিনদেশী থাবা।

বক্তৃতা পোস্টার স্লোগানে-
অধিকারের কথায় ফেনা তুলি মুখে
চেরাগের নিচে আঁধার!
লোক দেখানো ভালোবাসা ঢের বেড়েছে শ্রদ্ধা!
ধর্মের লেবাসে প্রহসন, চেতনার নামে লুটপাট। আহারে স্বদেশপ্রেম!

বিলাল মাহিনী
অভয়নগর যশোর।
১৬-০৮-২১

RELATED ARTICLES

Most Popular