Wednesday, December 25, 2024
Homeজাতীয়কিছু আফগানকে বাংলাদেশে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ

কিছু আফগানকে বাংলাদেশে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ

আফগানিস্তানের কিছু নাগরিককে বাংলাদেশে সাময়িক আশ্রয় দিতে অনুরোধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।তবে,যুক্তরাষ্ট্রের অনুরোধ নাকচ করে দিয়েছে বাংলাদেশ।

সোমবার(১৬ আগষ্ট) রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন,প্রথমে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে এবং পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানায়। যুক্তরাষ্ট্র এ সময় জানায় তারা বাংলাদেশসহ কিছু বন্ধু দেশকে এ অনুরোধ জানিয়েছে। এরপর আমরা জানতে চেয়েছিলাম কোন কোন দেশকে তারা এ অনুরোধ জানিয়েছে। আফগানিস্তানের কি পরিমাণ নাগরিককে কত দিনের জন্য রাখতে হবে। এসব বিষয়ে যুক্তরাষ্ট্র কোন সদুত্তর দিতে পারেনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমনিতেই ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ সমস্যায় আছে। নতুন করে লোকজনকে আশ্রয় দেয়ার সুযোগ বাংলাদেশের নেই। তাই আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি নাকচ করে দিয়েছি।

RELATED ARTICLES

Most Popular