Sunday, September 15, 2024
Homeশিক্ষাঙ্গনবিষণ্নতায় জবি শিক্ষার্থীর আত্মহত্যা

বিষণ্নতায় জবি শিক্ষার্থীর আত্মহত্যা

নবদূত রিপোর্ট:

রাজধানীর উত্তরার একটি কোচিং সেন্টার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মেসবাহ’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্যে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২২ আগস্ট) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

মেসবাহ’র সহপাঠীরা জানান, বেশকিছু দিন ধরেই সে বিষণ্নতায় ভুগছিল। তবে অনেকে মনে করছে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে সে। গত কয়েক মাস ধরে সে মেয়েদের সহ্য করতে পারছিল না।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, করোনার আগে তিন ভাই মিলে একটি কোচিং সেন্টার চালু করে, সেখানে তিন ভাই একসঙ্গে থাকত। আমরা ধারণা করছি এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতন্তদের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

RELATED ARTICLES

Most Popular