Friday, November 15, 2024
Homeশিক্ষাঢাবিতে ভর্তি পরীক্ষার পাশাপাশি উতরাতে হবে ডোপ টেস্ট, বাদ নেই শিক্ষকও

ঢাবিতে ভর্তি পরীক্ষার পাশাপাশি উতরাতে হবে ডোপ টেস্ট, বাদ নেই শিক্ষকও

নবদূত রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তির আগে শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে নতুন শিক্ষক নিয়োগেও করা হবে ডোপ টেস্ট।

মঙ্গলবার (৩১ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, আজকে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই প্রক্রিয়ায় আমরা প্রবেশ করব। আমরা এটা এখন থেকে শুরু করব তবে শুরু করার আগে আমাদের প্রস্তুতি প্রয়োজন রয়েছে। সে প্রস্তুতির জন্য আমাদের মেডিকেলের ডিনকে আহ্বায়ক করে একটা কমিটি করা হয়েছে। সে কমিটি কবে থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে তার একটা নীতিমালা প্রণয়ন করবে।

RELATED ARTICLES

Most Popular