Saturday, April 5, 2025
Homeশিক্ষাঙ্গনরাজশাহীতে শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদ ছাত্র অধিকার পরিষদের

রাজশাহীতে শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদ ছাত্র অধিকার পরিষদের

নবদূত রিপোর্ট:

রাজশাহীতে শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

বুধবার (১ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ১২ টার দিকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাস্তার অবস্থান নেয় শিক্ষার্থীরা।  সেখানে পুলিশের উপস্থিতিতে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। বাংলাদেশের সংবিধান দেশের প্রতিটি নাগরিককে সভা-সমাবেশ করার মৌলিক অধিকার দিয়েছে।

এতে আরও বলা হয়, ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে এই অতর্কিত হামলার মাধ্যমে তাদের মৌলিক অধিকারকে ক্ষুন্ন করেছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাধারণ শিক্ষার্থীদের উপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছে। 

RELATED ARTICLES

Most Popular