Friday, September 20, 2024
Homeশিক্ষাঙ্গনশিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত না এলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত না এলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা

নবদূত রিপোর্ট:

আগামী ৫ সেপ্টেম্বর (রোববার) শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সে বৈঠকে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত না এলে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং করোনাকালে বেতন ফি মওকুফের দাবিতে সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে আমাদের কাছে স্পষ্ট। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে নাকি অরাজকতা তৈরি হবে। আর এই অরাজকতা ঠেকাতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়, সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগের সহায়তা চেয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে যে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলন হবে সেটাকে সরকার ভয় পাচ্ছে এবং এ কারণেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে না। আমরা অতি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ফি মওকুফের দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীরা পর্ণগ্রাফি, ইন্টারনেট আসক্তি, সাইবার ক্রাইমসহ নানা রকম মন্দ কাজে জড়িয়ে পরছে। তাই অতি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। আগামী রবিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক আছে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত না এলে আমরা ছাত্র সংগঠনগুলোকে নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর কর্মসূচি নিতে বাধ্য হবো।

সংগঠনটির সভাপতি আল কাদেরি জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্সের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন,
ঢাকা মহানগরের সভাপতি মুক্তা বাড়ৈ, ঢাবি শাখার সাধারণ সম্পাদক রাজিব কান্তি রায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শোভন রহমান।

RELATED ARTICLES

Most Popular