Saturday, November 9, 2024
HomeUncategorizedআফগানিস্তান গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে: মার্ক মিলি

আফগানিস্তান গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে: মার্ক মিলি

আন্তর্জাতিক রিপোর্টঃ

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই তালেবানরা একের পর এক অঞ্চল দখল করে। তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে অদ্ভুত এক পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতিতে দেশটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি।

কাবুল পতনের মধ্য দিয়ে আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে এলেও সংঘাত থামেনি। দেশটির পানশির প্রদেশে বিরোধীদের সাথে এখনও তালেবানের তীব্র লড়াই চলছে।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মিলি বলেন, আমার সামরিক অভিজ্ঞতা থেকে বলছি, আফগানিস্তানে অচিরেই গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছে। তিনি তালেবানের নতুন সরকার গঠন নিয়েও প্রশ্ন ওঠান।

তিনি আরও জানান, আগামী ১-৩ বছরের মধ্যে আফগানিস্তানে সন্ত্রাসবাদের পুনরুত্থান হতে পারে। দেশটির ব্যাংকগুলো এখন প্রায় অর্থশূন্য। বন্ধ রয়েছে বিভিন্ন আর্থিক সহায়তাও। এর মধ্যে কাবুল, হেরাতসহ বিভিন্ন অঞ্চলে অধিকার আদায়ের দাবিতে নেমেছেন আফগান নারীরা। এসব বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তালেবানের হামলা চালানোর ঘটনাও ঘটেছে।

RELATED ARTICLES

Most Popular