Friday, September 20, 2024
Homeজাতীয়ডিএমসি হাসপাতালে র‍্যাবের মোবাইল কোর্ট অভিযান

ডিএমসি হাসপাতালে র‍্যাবের মোবাইল কোর্ট অভিযান

নবদূত রিপোর্টঃ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ৩০ দালালকে আটক করেছে র‍্যাবের মোবাইল কোর্ট। সেই সাথে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।


আজ রোববার (৫ সেপ্টেম্বর) র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এই অভিযান পরিচালনা করেন। তিনি গণমাধ্যমকে জানান, গ্রেফতার হওয়া আসামিরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের দালাল। হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজনদের কম খরচে ভালো চিকিৎসার কথা বলে তাদের সাথে প্রতারণা করেছে এই দালালেরা।

পলাশ কুমার বসু উপস্থিত গণমাধ্যমকর্মীদের আরও জানান, দালাল চক্রের সাথে হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মচারিদের যোগসাজশ রয়েছে। তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, দালালদের ধরতে র‌্যাব তাদের নিয়ম অনুযায়ী অভিযান চালাচ্ছে।

RELATED ARTICLES

Most Popular