Saturday, September 21, 2024
Homeস্বাস্থ্যডেঙ্গুতে শিশুদের ঝুঁকি বাড়ছে

ডেঙ্গুতে শিশুদের ঝুঁকি বাড়ছে

নবদূত রিপোর্টঃ

করোনার উচ্চ ঝুঁকি নিয়ন্ত্রণে আসতে না আসতেই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু। এ বছর ডেঙ্গু জ্বরে মারা গেছেন অর্ধশত মানুষ। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে শিশু ডেঙ্গু রোগীরা। চিকিৎসকরা বলছেন, সচেতনতা ছাড়া ডেঙ্গু থেকে বাঁচা কঠিন। 

কিটতত্ত্ববিদদের মতে, এডিস মশা নিয়ন্ত্রণ করতে হলে মাঝে মধ্যে নয়, সমন্বিত মশক নিধন ব্যবস্থাকে বছরজুড়ে চলমান রাখতে হবে। 

গেলো সাত দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুধু ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮ শিশু। যার আট জনই আইসিইউতে। আর, চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিশু হাসপাতালেই মারা গেছে ৯ শিশু। 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জনের মতো। যার মধ্যে রাজধানীর সরকারি হাসপাতালে ১৮ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৭ জন এরং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছেন চার জন। 

চিকিৎসকরা বলছেন, যেখানে সেখানে পানি জমতে না দেওয়ার পাশাপাশি বাসা-বাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখলে রক্ষা পাওয়া যাবে এডিস মশা থেকে।

RELATED ARTICLES

Most Popular