Monday, November 11, 2024
Homeশিক্ষাঙ্গনকিন্ডারগার্ডেন সশরীরে ক্লাস বন্ধই থাকছে

কিন্ডারগার্ডেন সশরীরে ক্লাস বন্ধই থাকছে

নবদূত রিপোর্টঃ

দীর্ঘ সময় পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেয়া হলেও প্লে–নার্সারি–কেজি ও প্রাক্‌–প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সশরীর ক্লাস আপাতত বন্ধই থাকছে বলে জানা গেছে।

আজ রোববার(৫ সেপ্টেম্বর) বিকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

তিনি জানান, পরিস্থিতি বিবেচনা করে পরে প্রাক্‌–প্রাথমিক শিক্ষা সশরীর চালু করা হবে। এখন প্রাথমিকের প্রথম শ্রেণি থেকে ক্লাস শুরু হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এক বছর মেয়াদি প্রাক্‌–প্রাথমিক শিক্ষা আছে। এ ছাড়া ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনগুলোতে প্লে গ্রুপ, নার্সারি ও কেজি নামে আলাদা প্রাক্‌–প্রাথমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে।

RELATED ARTICLES

Most Popular